সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

মহাবিশ্ব সৃষ্টির সূচনা@ খোরশেদ একাডেমী

আমরা কেহই মহাবিশ্বের বাইরে নয়। মহাবিশ্বে মোদের বসবাস। এ মহাবিশ্ব সম্পর্কে মহাজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সময়ে বলেছেন বিভিন্ন কথা। স্বাধীনভাবে দিয়ে গেছেন নানা মত। আমাদের মতো সাধারণ মানুষের কিছু  ঝাপসা ধারণা আজ যতটুক পারি পরিস্কার করতে চাই। অাশা করছি ধৈর্যচ্যুতি না ঘটিয়ে পড়ে যাবেন।
মহাবিশ্বের সৃষ্টি এক মহাবিস্ফোরনের মধ্য দিয়ে। অনেকে আমরা একে বিগব্যাঙ বলে জানি। কেন এই বিগব্যাংবিগব্যাঙ? মহাবিশ্বের সৃষ্টির শুরুতে ঘটেছিল ইলেকট্রন মেঘমালার সংকোচন। এ ক্রম সংকোচনশীলতার কারণে ইলেকট্রন মেঘমালায় প্রচন্ড চাপের সৃষ্টি হয়। এ প্রচন্ড চাপই মহাবিশ্ব সৃষ্টির কারণ মহাবিস্ফোরণ ঘটায়।

এর থেকেই সৃষ্টি হয় নানা জ্যোতিষ্কমন্ডলী- নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, উল্কা ইত্যাদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন